সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্বরেকর্ড গড়ে দিকভেলা-গুনাথিলাকার ইতিহাস

AmaderBrahmanbaria.COM
জুলাই ৮, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন নিরোশান দিকভেলা ও দানুসকা গুনাথিলাকা। প্রথম জুটি হিসেবে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি জুটি গড়েছেন এই দুই লঙ্কান ওপেনার। শনিবার হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এমন অসাধারণ কীর্তি গড়েন দিকভেলা ও গুনাথিলাকা।

ম্যালকম ওয়ালারের করা ২৪তম ওভারের চতুর্থ বলে লং অনে ঠেলে দিয়েই এক রান নেন গুনাথিলাকা। এরইমধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি ও দিকভেলা। ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে এই দুজন খেলেন ২০২ বল। এর আগে তৃতীয় ম্যাচে ২২২ বলে ২২৯ রানের অনবদ্য জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার এই দুই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচটিতি জোড়া সেঞ্চুরি করেছিলেন দিকভেলা ও গুনাথিলাকা। শনিবারও সেঞ্চুরি তুলে নিয়েছেন দিকভেলা। মাত্র অষ্টম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন দিকভেলার সঙ্গী গুনাথিলাকা।