শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিয়ার উপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৭, ২০১৭

---

শুক্রবার ভোররাতে মার্কিন রণতরি থেকে সিরিয়ার এক বিমানঘাঁটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে৷ প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলো৷

সিরিয়ায় রাসায়নিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সে দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি মত পরিবর্তন করতে প্রস্তুত৷ বিশেষ করে হামলায় শিশুদের ভয়াবহ পরিণিতির ছবি তাঁকে নাড়িয়ে দিয়েছিল৷ তারপর সামরিক পদক্ষেপ নিতে আর দেরি করেননি তিনি৷ তিনি জানিয়েছেন, সিরিয়ার যে সামরিক ঘাঁটি থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিল, তার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন তিনি৷ নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে সিরিয়া তার অঙ্গীকার পূরণ করেনি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকেও সাড়া দেয়নি৷ ফলে অ্যামেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে এই হামলা চালানো হলো৷

 শুক্রবার ভোরে ভূমধ্যসাগরের পূর্বাংশে মার্কিন রণতরি থেকে সিরিয়ার হোমস এলাকায় শায়রাত বিমানঘাঁটির উপর ৫০টিরও বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্র অনুযায়ী, এই হামলায় কমপক্ষে ৪ জন সিরীয় সামরিক ব্যক্তি নিহত হয়েছে৷ বিমানঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন এই সংগঠনের প্রধান রামি আবদেল রহমান৷ তবে এই হামলার ঝুঁকি নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷

তবে সিরিয়ার প্রশ্নে ট্রাম্প বার বার পূর্বসূরি বারাক ওবামার নীতির সমালোচনা করে চলায় তাঁর নিজের অবস্থান নিয়েও নানা প্রশ্ন উঠছে৷ কারণ, অতীতে ট্রাম্প নিজে প্রেসিডেন্ট ওবামার উদ্দেশ্যে সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ না করার ডাক দিয়ে এসেছেন৷

Photo published for 18 Times Trump Said the U.S. Shouldn't Bomb Syria

18 Times Trump Said the U.S. Shouldn’t Bomb Syria

Before he was President, he tweeted that the U.S. shouldn’t bomb Syria

 

রাসায়নিক হামলা সম্পর্কে সন্দেহ না থাকলেও সেই হামলা কে চালিয়েছিল, তা নিয়ে সংশয়এখনো দূর হয়নি৷ জাতিসংঘের এক কর্মকর্তার মতে, সরকারবিরোধী বাহিনী এই হামলা চালিয়ে থাকতে পারে৷

Photo published for UN's Carla Del Ponte says there is evidence rebels 'may have used sarin' in Syria

UN’s Carla Del Ponte says there is evidence rebels ‘may have used sarin’ in Syria

বলা বাহুল্য, এমন আচমকা সামরিক হামলার পর দেশে-বিদেশে নানা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে একাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি জগতে বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে৷

Trump’s Syria strikes corner Congress

Trump’s Syria Strikes Corner Congress

The decision to launch airstrikes against Syria threw Congress back into a debate that it dodged 3½ years ago, as lawmakers from both parties offered support but started considering what future…

wsj.com

আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ সিরিয়ায় সক্রিয় রুশ সৈন্যদের প্রাণহানি এড়াতে হামলার আগে রাশিয়াকে এ বিষয়ে জানানো হয়েছিল৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই হামলার সমালোচনা করে বলেছেন, এর ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে এবং এই ঘটনা রুশ-মার্কিন সম্পর্কে আঘাত হানবে৷

Putin says U.S. strikes on Syria illegal, harm U.S.-Russia ties: agencies http://reut.rs/2o3WZjH 

Photo published for Putin calls U.S. strikes on Syria illegal, blow to U.S.-Russia ties

Putin calls U.S. strikes on Syria illegal, blow to U.S.-Russia ties

Russian President Vladimir Putin condemned U.S. cruise missile strikes on Syria as illegal on Friday, warning the move would further damage already battered U.S.-Russia relations which Moscow had…

reuters.com

অন্যদিকে সিরিয়া এই একক পদক্ষেপের নিন্দা করে বিপদের আশঙ্কা প্রকাশ করেছে৷

এ জাতীয় আরও খবর