শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সঙ্গীতের তালে নাচে গাছ! (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

অনলাইন ডেস্ক : সঙ্গীত পছন্দ করে না এমন মানুষ হয়ত খুঁজে পেতে একটু কষ্ট হবে। সঙ্গীতের প্রতি ছোট বড় সবারই কমবেশি দুর্বলতা কাজ করে। আবার অনেক সময় দেখা যায়, অবোধ শিশুটিও সুর-তালের মোহময় ছন্দে ছন্দ মেলাতে চায়। কিছু কিছু পশু-পাখিকেও দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে উঠতে। কিন্তু মাটিতে শিকড় গেড়ে থাকা উদ্ভিদও কী নাচে- সঙ্গীতের সুর-মূর্চ্ছনার তালে তালে? এ প্রশ্নের জবাবটাও ‘হ্যাঁ’ সূচক।

জেনে হয়তো অবাক হবেন যে, গান বাজলেই থিরথির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামের এই গাছটি। তখন দেখে মনে হয় নাচছে। গ্রীষ্মপ্রধান এশীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি ‘সিনাফোর প্লান্ট’ নামেও পরিচিত। আমরা একে জানি অপরাজিতা নামে।

সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য এখনো ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিযে যাচ্ছেন। এই উদ্ভিদ বাংলাদেশেও প্রচুর জন্মে। এছাড়াও প্রতিবেশি ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মে। সূত্র: জাগরন.কম।