মঙ্গলবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২রা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু ১১ ফেব্রুয়ারি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৭

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ১১ ফেব্রুয়ারী শনিবার থেকে নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ আবেদনপত্র জমা দেয়া শুরু করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাসিরনগর উপজেলা কমান্ড সূত্রে জানা যায়, সর্বশেষ তালিকা অনুযায়ী উপজেলায় ৮২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিশ্চিতকরণের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সম্প্রতি বিভিন্ন উপজেলায় নতুন করে যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। নাসিরনগর উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ ছায়েদুল হক এমপিকে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাসিরনগর উপজেলা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ সোহরাব মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মিনু,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অরুণ জ্যোতি। এই কমিটি ১১ ফেব্রুয়ারী থেকে নাসিরনগর উপজেলা এলাকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চুড়ান্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করবেন।