কাজ শুরু করেছে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম খোঁজা শুরু করেছে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মনোনীত সার্চ কমিটি। দেশের স্বনামধন্য ব্যক্তিদের বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছেন এই কমিটির সদস্যরা। এখনও পর্যন্ত অবশ্য ছয় সদস্যের সার্চ কমিটি নিজেদের মধ্যে আলোচনার জন্য বসতে পারেননি। তবে মোবাইলে নিজেদের মধ্যে প্রয়োজনীয় কথা সেরে নিয়েছেন তারা। পরস্পরকে পরামর্শও দিয়েছে তারা। আর দুয়েকদিনের মধ্যেই তারা আলোচনায় বসবেন। সার্চ কমিটির দুই জন সদস্য এসব কথা বলেছেন।
জানা গেছে, সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরই মধ্যে কমিটির অন্য সদস্যদের নির্বাচন কমিশনের সদস্য কারা হতে পারেন সে সম্পর্কে প্রাথমিক খোঁজ-খবর করতে বলেছেন। এরই অংশ হিসেবে কমিটির সদস্যরা ব্যক্তিগতভাবে কিছু কিছু ব্যক্তির নাম তালিকাভুক্ত করতে শুরু করেছেন। এই নামগুলো কমিটির প্রথম সভায় উত্থাপন করা হবে। কমপক্ষে এক ডজন নামের তালিকা তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন বলে জানা গেছে।
এদিকে মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সার্চ কমিটির ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন সার্চ কমিটির সদস্য ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘আমরা ভালো কিছু করতে চাই। আমরা আমাদের বিশ্বাস, দক্ষতা ও নৈতিকতা অনুযায়ী কাজ করব।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সার্চ কমিটির সদস্য অধ্যাপক শিরীণ আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মনে করি, আমরা পবিত্র দায়িত্ব পেয়েছি। নিরপেক্ষভাবে কাজ করে একটি সুন্দর নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে নিরপেক্ষ ব্যক্তিদের নাম তুলে আনতে পারব আমরা।’ তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা বৈঠকে বসব। ওই বৈঠকে কাজের পরিধি ঠিক করা হবে।’
সার্চ কমিটির সদস্য শিরীণ আখতার বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম। তবু স্বল্প সময়ে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে পারব বলে আশা করছি।’ সার্চ কমিটির সদস্যরা ব্যক্তিগতভাবে নাম সংগ্রহ করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনও চট্টগ্রামে আছি। কাল-পরশু ঢাকা আসব।’
মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সার্চ কমিটি কমপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে প্রতিটি পদের জন্যে দু’জন করে ব্যক্তির নাম বাছাই করবে এবং রাষ্ট্রপতির কাছে সেই নামগুলো সুপারিশ করবে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে বাছাই করা নামসহ সুপারিশ পাঠাতে হবে। সেখান থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই গঠিত সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে প্রদান করবেন।
বাংলা ট্রিবিউন