রবিবার, ২৯শে জানুয়ারি, ২০১৭ ইং ১৬ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

প্রথমবার র‌্যাংকিংয়ের শীর্ষে ওয়ার্নার

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৭, ২০১৭

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো আইসিসির র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

শুক্রবার আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।

ওয়ার্নারের রেটিং পয়েন্ট ৮৮০। তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের বিরাট কোহলিকে।

ডি ভিলিয়ার্সের রেটিং ৮৬১। অন্যদিকে কোহলির রেটিং পয়েন্ট ৮৫২।

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৭৩.৪ গড়ে করেছেন মোট ৩৬৭ রান। শেষ ১১ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ৬টি।

অজিদের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা পাকিস্তানের বাবর আজম প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন (১০ নম্বর)।