রবিবার, ২৯শে জানুয়ারি, ২০১৭ ইং ১৬ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বিসিএলে খেলবেন নাসির

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৭, ২০১৭

স্পোর্টস ডেস্ক : কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। এ টুর্নামেন্টের সূচি গতকাল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ থেকে ৩১ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল (বগুড়ায়) এবং বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল (সিলেটে) পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। এর পর আরও ৪টি রাউন্ডের খেলা রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪টি দলের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। বিসিএলে খেলছেন অলরাউন্ডার নাসির হোসেন। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে জায়গা পাননি নাসির। জাতীয় দলে জায়গা না পেলেও জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির (২০১) ইনিংস খেলে নিজের সামর্থ্যরে প্রমাণ দেন এই তরুণ। এবার বিসিএলেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন নাসির। তার সঙ্গে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মাঠ মাতাবেন শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভরা। অন্যদিকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেনরা। বিপিএলে ব্যাট হাতে আলোচনায় আসা মেহেদী মারুফ খেলবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে। এ দলে আছেন লিটন কুমার দাস, আবুল হাসান রাজু, সাকলাইন সজিবরা। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে শুভাগত হোম চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, শামুসর রহমানরা মাঠ মাতাবেন।