রবিবার, ২৯শে জানুয়ারি, ২০১৭ ইং ১৬ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কারণে অস্কার বয়কট ইরানি অভিনেত্রীর

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৭, ২০১৭

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানি ভিসা বন্ধের প্রতিবাদ জানিয়েছে অস্কার বয়কট করার ঘোষণা দিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী তারানে আলিদুসতি। অস্কার মনোনীত সেরা বিদেশি ছবি ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করেছেন তিনি। খবর ডেইলি মেইলের।

টুইটারে এক বার্তায় ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ভিসা বন্ধ করা ট্রাম্পের একটি বর্ণবাদী সিদ্ধান্ত। সাংস্কৃতিক ক্ষেত্রে এই বিষয়টা অন্তভূক্তি হোক বা না হোক এরই প্রতিবাদ জানিয়ে আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছি না।

প্রসঙ্গত, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়ার মত দেশের নাগরিকদের মার্কিন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মধ্য প্রাচ্যের কোনো অভিবাসী যাতে আমেরিকায় প্রবেশ করতে না পারেন, তার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।