শুক্রবার, ২৭শে জানুয়ারি, ২০১৭ ইং ১৪ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

৩০ বন্দি মুক্ত করলেন আফ্রিদি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৬, ২০১৭

স্পোর্টস ডেস্ক : বুমবুম আফ্রিদি এখন মানবতার প্রতীক। মানবতার সেবায় চষে বেড়াচ্ছেন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর মাধ্যমে মানবসেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন তিনি। তারই অংশ হিসেবে ৩০ কারাবন্দিকে মুক্ত করলেন এ অলরাউন্ডার।

অপরাধীরা দুবাই’য়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে আসছিলেন। তাদের মুক্ত করে নিজ ফেসবুক পেজে এ খবর প্রচার করেছেন শহীদ আফ্রিদি। তিনি দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশা করি; ওই ৩০ জন দেশে ফিরে সুস্থ জীবনে পা রাখবেন।

দরিদ্রদের বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছেন খ্যাতিমান এ ক্রিকেট তারকা। পাশাপাশি গড়ে তুলেছেন হাসপাতাল।