হাত কেটে গেলে যা করণীয়
অনলাইন ডেস্ক : প্রতিদিন নানা ধরনের কাটাকুটির কাজ করতে হয় আমাদের। মাছ কাটা, সবজি কাটা থেকে শুরু করে আরো অনেককিছু। দৈনন্দিন এই কাজগুলো করতে গিয়ে একটু অসাবধান হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অসাবধানতাবশত কেটে যেতে পারে হাত। হঠাৎ এমন দুর্ঘটনায় জেনে নিন আপনার করণীয়:
অল্প কেটে গেলে ঘাবড়াবার কিছু নেই। যদি কাটা স্থান থেকে অল্প অল্প করে রক্ত বের হতে থাকে তবে অন্য হাত দিয়ে ক্ষতস্থানের ওপরে খানিকটা সময় চেপে ধরে রাখুন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এ ছাড়াও যা করতে হবে, তা হলো-
কাটা স্থান দ্রুত পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ক্ষত যদি হাতে হয় তবে হাতটি উঁচু করে রাখুন এতে তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হবে।
জীবাণুনাশক কোনো তরল (যেমন – ডেটল) দিয়ে কাটা স্থান ধুয়ে দিন। ক্ষতস্থানের সংক্রমণ রোধে পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটি ঢেকে রাখুন।
যদি ক্ষতস্থানটি খুব গভীর হয় এবং একনাগাড়ে রক্ত ঝরতেই থাকে, তবে অবশ্যই দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।