সাইবার ট্রাইব্যুনালে জামিন চাইলেন সানি
আদালত প্রতিবেদক : বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলমের আদালতে আজ বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছেন ক্রিকেটার সানি।
আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, আজ সানির জামিন চাওয়া হয়েছে। বিকেলে শুনানির তারিখ জানা যাবে।
গত মঙ্গলবার সানিকে একদিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ। ওই দিন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু জামিনের আবেদন খারিজ করে সানিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই ক্রিকেটার সানিকে একদিনের রিমান্ডে পাঠান।
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। তার দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।
ওই মামলায় গত রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। সানি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আছেন।