প্রসন্ন ঝড়ে টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী (তৃতীয় টি-টোয়েন্টি) ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে শ্রীলঙ্কাকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন সেকুগে প্রসন্ন। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে অতিথিরা।
বুধবার কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
ডানহাতি ব্যাটসম্যান সেকুগে প্রসন্নের ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল লঙ্কানরা।
এর আগে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন উপুল থারাঙ্গা। ১১ বলে ৪টি চারের সাহায্যে ২০ করে থারাঙ্গা যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ৪.১ ওভারে ৩৬। অ্যাঞ্জেলো ম্যাথুসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া দিনেশ চান্দিমাল ৫ রান করে ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে গেলে চাপে পড়ে শ্রীলঙ্কা।
৪৫ রানে দুই উইকেট হারানো সফরকারীদের টেনে তোলেন ওপেনার নিরোশান ডিকওয়েলা। ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন এ ব্যাটসম্যান। দলীয় ১১৬ রানে ডিকওয়েলা ৬৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙে জুটিটি। ২ রান যোগ হতে ধনঞ্জয় সাজঘরে ফিরলে ম্যাচ জয়ের আশা ফিকে হয়ে আসে সফরকারীদের।
শেষ ৪ ওভারে ৫২ রান দরকার পড়ে শ্রীলঙ্কার। ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে কঠিন সমীকরণ সহজ করে দেন প্রসন্ন। এ ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ১ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা।
৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির। ওয়ানে পারনেল নিয়েছেন একটি উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইনজুরি কাটিয়ে ফেরা এবি ডি ভিলিয়ার্স করেন সর্বোচ্চ ৬৩ রান। ওপেনার রিজা হেনড্রিকসের ব্যাট থেকে আসে ৪১ রান। শেষ দিকে মাঙ্গালিসো মোসেহলের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে বড় পুঁজি পায় প্রোটিয়ারা।
নুয়ান কুলাসাকেরা, সেকুগে প্রসন্ন, সান্দাকান ও গুনরত্নে নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৫ (স্মাটস ১৯, হেনড্রিকস ৪১, ডি ভিলিয়ার্স ৬৩, মিলার ১, বেহারডিন ৬, মোসেহলে ৩২*, পার্নেল ৩; ধনাঞ্জয়া ০/১০, কুলাসেকারা ১/৩০, উদানা ০/৪৯, প্রসন্ন ১/২১, সান্দাকান ১/২৩, গুনারত্নে ১/৩৪)
শ্রীলঙ্কা: ১৯.৫ ওভারে ১৭০/৫ (ডিকভেলা ৬৮, থারাঙ্গা ২০, চান্দিমাল ৫, ধনাঞ্জয়া ১৯, প্রসন্ন ৩৭*, মেন্ডিস ২, গুনারত্নে ১১*; নগিদি ০/১৩, প্যাটারসন ০/৩৮, পার্নেল ১/৪২, তাহির ৩/১৮, ফেহলুকয়ায়ো ০/৩২, স্মাটস ০/২২)