শুক্রবার, ২৭শে জানুয়ারি, ২০১৭ ইং ১৪ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায়  মঙ্গলবার উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে আখাউড়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুদ্দিন ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, আমোদাবাদ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক, শিক্ষক কাজী মো: ইকবাল প্রমুখ। উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি এ মেলার আয়োজন করে। মেলা আয়োজনে আয়োজকদের কিছুটা অব্যস্থাপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর মেলা শুরু হলেও ৩টি স্টলের শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে অতিথিদের ধারণা দেন। মেলায় উপজেলার ১৩ টি স্কুল, ও একটি কলেজ অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, এই প্রথম উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও বেশি উৎসাহিত হবে।