শুক্রবার, ৭ই জুলাই, ২০১৭ ইং ২৩শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

---

টঙ্গীর তুরাগ তীরে ১৩ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিস চালু হচ্ছে। এসব ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশন থেকে টঙ্গী স্টেশনে যাতায়াত করবে। এছাড়াও এ সময় বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি:
(ট্রেন রুট ছাড়ার সময়সূূচি গন্তব্যে পৌছার সময় সূচী)

(ক) আখেরি মোনাজাতের আগে (১৩ ও ১৪ জানুয়ারি, ২০১৭):
জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন => জামালপুর: সকাল ৯.১৫ মি. টুঙ্গী: দুপুর ২.১৫ মি:

(খ) ১৩ জানুয়ারি, ২০১৭: জুম্মা স্পেশাল ট্রেন
ঢাকা-টুঙ্গী স্পেশাল ট্রেন => ঢাকা: সকাল ১০.২০ মি. টুঙ্গী: সকাল ১১.২০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন => টুঙ্গী: দুপুর ২.৫০ মি. ঢাকা: দুপুর ৩.৫০ মি.

(গ) ১৪ জানুয়ারি, ২০১৭:
লাকসাম-টুঙ্গী স্পেশাল ট্রেন => লাকসাম: সকাল ১০.০০ মি. টুঙ্গী: দুপুর ৩.৪০ মি.

(ঘ) আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি, ২০১৭):
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-১ => ঢাকা: ভোর ৫.৪৫ মি. টুঙ্গী: সকাল ৬.১৫ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-২ => ঢাকা: সকাল ৭.১৫ মি. টুঙ্গী: সকাল ৮.১০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৩ => ঢাকা: সকাল ৭.৩০ মি. টুঙ্গী: সকাল ৮.৩০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৪ => ঢাকা: সকাল ৯.০০ মি. টুঙ্গী: সকাল ১০.০০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৫ => ঢাকা: সকাল ৯.০০ মি. টুঙ্গী: সকাল ১০.০০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৬ => ঢাকা: সকাল ১০.৫০ মি. টুঙ্গী: সকাল ১১.৪০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৭ => ঢাকা: সকাল ১০.৫০ মি. টুঙ্গী: সকাল ১১.৪০ মি.
টুঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল => টঙ্গী: দুপুর ১২.৫০ মি. লাকসাম: বিকেল ৫.৫০ মি.
টুঙ্গী-আখাউড়া স্পেশাল-১ => টুঙ্গী: দুপুর ২.৫৫ মি. আখাউড়া: সন্ধা ৬.১৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-১ => টুঙ্গী: দুপুর ১২.২০ মি. ময়মনসিংহ: দুপুর ৩.৩০ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-২ => টুঙ্গী: দুপুর ১২.৪০ মি. ময়মনসিংহ: দুপুর ৩.৫৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-৩ => টুঙ্গী: দুপুর ২.১০ মি. ময়মনসিংহ: বিকেল ৪.৫৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-৪ => টুঙ্গী: রাত ১০.৩০ মি. ময়মনসিংহ: রাত ১.০০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-১ ও ২ => টুঙ্গী: দুপুর ১২.৪০ মি. ঢাকা: দুপুর ১.৩৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৩ => টুঙ্গী: দুপুর ১.১০ মি. ঢাকা: দুপুর ২.০৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৪ => টুঙ্গী: দুপুর ২.১৫ মি. ঢাকা: দুপুর ৩.১০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৫ => টুঙ্গী: সন্ধা ৬.৫৫ মি. ঢাকা: রাত ৭.৫৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৬ => টুঙ্গী: রাত ৭.২০ মি. ঢাকা: রাত ৮.২০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৭ => টুঙ্গী: রাত ৯.৩০ মি. ঢাকা: রাত ১০.২০ মি.

বিশ্ব ইজতেমায় আগত মুসুল্লিদের সুবিধার্থে ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকাগামী সব ট্রেনের টুঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে। আগামী ১৩ জানুয়ারি শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি রবিবার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলবে।
১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টুঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।
আখেরি মোনাজাতের পরের দিন, অর্থাৎ ১৬ জানুয়ারি টিকেটধারী মুসল্লিদের টুঙ্গী স্টেশন থেকে ট্রেনে চড়ার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধূমকেতু, এগারসিন্দুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকূল, কালানী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টুঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

চ্যানেল আই থেকে

এ জাতীয় আরও খবর