১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


সেরেনা উইলিয়ামসের স্বপ্নভঙ্গ


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

স্পোর্টস ডেস্ক : স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ছিল সামনে। কিন্তু সেরেনা উইলিয়ামসের স্বপ্ন সেমিফাইনালেই ভেঙে চুরমার। ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে পরাস্ত মার্কিন তারকা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে এবারের মতো ইউএস ওপেনকে বিদায় জানিয়েছেন সেরেনা। ম্যাচের ফল ৬-২, ৭-৬ (৭/৫)।

মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট—২৪টি। ২২টি শিরোপা জিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গ্রাফ ও সেরেনা। ইউএস ওপেনে সাফল্য পেলে সেরেনা ছাড়িয়ে যেতেন জার্মান কিংবদন্তিকে; কিন্তু তা হয়নি। উল্টো র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। সেরেনাকে পেছনে ফেলে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার এখন টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। অন্য সেমিফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৪, ৬-৩ গেমে হারানোয় শীর্ষে ওঠার আনন্দ নিয়ে শিরোপা লড়াইয়ে নামবেন কেরবার।

গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেও এবার শুধু উইম্বলডন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরেনাকে। শেষ চারে হারের জন্য তিনি দায়ী করেছেন হাঁটুর ব্যথাকে, ‘বাঁ হাঁটুর গুরুতর সমস্যা আমার খেলায় প্রভাব ফেলেছিল। আজকের ম্যাচের মতো এত ভুল জীবনে খুব বেশি করিনি। বিশেষ করে এই টুর্নামেন্টে তো করিইনি। অনেক সাধারণ শট খুব সহজেই নিতে পারতাম আমি। আসলে হাঁটু নিয়ে যতটা চিন্তা করেছি, শট নিয়ে ততটা করিনি। এ জন্য শুধু নিজেকেই দোষ দিতে পারি।’

অবশ্য টুর্নামেন্টের দশম বাছাই প্লিসকোভার প্রশংসায়ও কার্পণ্য করেননি সেরেনা, ‘ক্যারোলিনা আজ দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, সে একটু খারাপ খেললে আমার হয়তো সুযোগ থাকত।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close