১৬ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১লা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী বিপিএলের চতুর্থ আসর শুরু ৪ নভেম্বর


টি–টোয়েন্টিতেও মুকুট হারালেন সাকিব


Amaderbrahmanbaria.com : - ১০.০৯.২০১৬

প্রথমবারের মতো ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি ছিল সাকিব আল হাসানের। ‘ছিল’ বলতে হচ্ছে, গত ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের চূড়া থেকে সাকিবকে সরিয়ে শীর্ষে ওঠেন রবীচন্দ্রন অশ্বিন।

আজ হারিয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ মুকুটটিও। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টির ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার হতে বড় ভূমিকা রেখেছে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। দুর্দান্ত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন সবাইকে। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৮৮, যেটি তাঁর ক্যারিয়ারসেরা। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। ৩১৯ পয়েন্ট নিয়ে তিনে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব হারালেও ওয়ানডের শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন সাকিব।

টি-টোয়েন্টির শীর্ষ পাঁচ অলরাউন্ডারঃ-

র‍্যাঙ্ক
খেলোয়াড়
দল পয়েন্ট
গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া ৩৮৮
সাকিব আল হাসান
বাংলাদেশ ৩৪৬
শহীদ আফ্রিদি পাকিস্তান ৩১৯
মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজ ২৭৬
মোহাম্মদ নবী আফগানিস্তান ২৭৪




Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close