১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস


Amaderbrahmanbaria.com : - ১০.০৯.২০১৬

 

 

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে সর্বশেষ টেস্ট সিরিজেও (দক্ষিণ আাফ্রিকা) ডিআরএস পদ্ধতি ব্যবহার করেছিল। এর আগে জিম্বাবুয়ে, পাকিস্তান সিরিজেও ছিল ডিআরএস। অতীতের মত এবারও ডিআরএস ব্যবহারে বিসিবির প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে। তবুও সেরা সাফল্য পেতে কোনো কার্পণ্য করছে না ক্রিকেট বোর্ড।

ক্রিকেট মাঠে দুই একটি সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন এনে দেয়। অতীতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ। অতীত অভিজ্ঞতা থেকেই ডিআরএস ব্যবহারে আগ্রহী বিসিবি। বাংলাদেশ মাত্র এক বছর হল ডিআরএস পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল গত কয়েকবছর ধরেই এ ডিআরএস পদ্ধতি নিয়মিত ব্যবহার করে আসছে। শুধু ডিআরএস না ‘হটস্পট’ও ব্যবহার করছে ইংলিশরা। তবে বাংলাদেশে ‘হটস্পট’ থাকছে না।

ইংল্যান্ড সিরিজে ডিআরএস পদ্ধতি ব্যবহার করলেও আফগানিস্তান সিরিজে এ পদ্ধতি থাকবে কিনা সে বিষয়টি এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে সীমিত পরিসরে এ পদ্ধতি ব্যবহার না করার সম্ভাবনাই বেশি।

ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফরের পর আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কথা। জানা গেছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ম্যাচ পরিচালনা করতে আইসিসির এলিট প্যানেলের অফিসিয়ালরা বাংলাদেশে আসবেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close