১৭ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, শনিবার ২রা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


ঈদ জামাত কখন কোথায়


Amaderbrahmanbaria.com : - ১২.০৯.২০১৬

নিউজ ডেস্ক : বরাবরের মত এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ মঙ্গলবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো।

সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ঈদ জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় হবে দুটি জামাত। এছাড়া সলিমুল্লাহ হলের মাঠ এবং শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় দুটি ঈদের নামাজ হবে।

আবহাওয়াবিদদের ধারণা ঠিক থাকলে এবার ‘ভালো’ আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ; বিকালের পর দুয়েক পশলা বৃষ্টিরও দেখা মিলতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানসহ ২৪৯টি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ওয়ার্ডে ৫টি স্থানে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল পৌনে ৮টায় হবে ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করবেন এ মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।একই জায়গায় সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন।

এছাড়াও লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়, বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম এবং জালালাবাদ আরেফিন নগর কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত হবে শাহী ঈদগাহে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন। একই সময়ে দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ, সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর বন্দর বাজারের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায়।কাজিরবাজার মাদরাসায় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিলেট নগরীর প্রায় ৫০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা

খুলনায় ঈদুল আজহার প্রথম জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। কেসিসি’র ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

রংপুর

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নামাজ সকাল পৌনে ৯টায় এবং সোয়া ৯টায় কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ তালতলা জামে মসজিদ ও শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। এতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন।

বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। প্রায় ২০ হাজার মুসুল্লি সেখানে ঈদ জামাত আদায় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদ ও জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থানে, ল’কলেজ জামে মসজিদে, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে, জেল গেইট জামে মসজিদে, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে, পাওয়ার হাউজ জামে মসজিদে ও মেডিকেল কলেজ জামে মসজিদে ঈদের জামাত হবে। সকাল সোয়া ৮টায় পোর্ট রোড জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় ফকিরবাড়ি জামে মসজিদ ওনেছারাবাদ জামে মসজিদে ঈদের জামাত হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close