১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সে একটি গাড়ি ভর্তি গ্যাস ক্যানিষ্টার পাবার পর জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।গ্রেপ্তার তিনজনই উগ্রপন্থী বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ।
এদিকে, সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে একজন পুলিশ ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় মোট সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে কোয়ে দ্য মন্টাবেল্লোতে হ্যাজার্ড লাইট জ্বালানো এবং নম্বর প্লেট বিহীন ঐ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এখান থেকে কয়েক মিটারের মধ্যেই রয়েছে নটর ড্যাম ক্যাথেড্রাল, যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন।
গাড়িটি থেকে পুলিশ অনেকগুলো গ্যাস ক্যানিষ্টার এবং আরবি হরফে লেখা কিছু কাগজপত্র উদ্ধার করে।
এরপরই তিনজন সন্দেহভাজন নারীর খোঁজে অভিযান শুরু করে পুলিশ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য ছুরিকাঘাতের শিকার হলে পুলিশ গুলি ছোড়ে।
এরপর ঐ তিনজন নারীকে গ্রেপ্তার করা হয়, যাদের একজন গাড়িটির মালিকের মেয়ে। তাকে এখন নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা শীঘ্রই জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল। তদন্ত কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে দ্রুততার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০জন মানুষ নিহত হবার পর থেকেই দেশটিতে জরুরী অবস্থা জারি রয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close