১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার?


চাপের মুখে বোরখা নিষিদ্ধ করল আইএস!


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর ইসলামিক স্টেট ইসলাম বিরোধী সবকিছুকেই ধ্বংস করার পথে হাঁটছিল। সেই গোষ্ঠীই এবার নিজেদের শাসনাধীন এলাকায় নিষিদ্ধ করল বোরখা। ইসলামের নিয়ম অনুসারে মহিলারা পরপুরুষদের নিজেদের মুখ দেখাতে পারবে না। এতদিন এই নিয়ম না মানার জন্যে ইসলামিক স্টেটের দখলে থাকা সিরিয়া এবং ইরাকের বহু মহিলাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এবার সেই নিয়মটিকেই ছেঁটে ফেলতে চলেছে আইএস। সৌজন্যে বোরখা পরিহিত এক মহিলার হাতে দুই আইএস যোদ্ধার খুন।

 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালাহ আল-দিনের উত্তরে অবস্থিত সারকাতের এক চেক পয়েন্টে বোরখা পরে আসা এক মহিলা নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। ওই মহিলার পিস্তলের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় দু’জন আইএস যোদ্ধা। উক্ত ঘটনায় স্বভাবতই খুব অবাক হয়েছে ইসলামিক স্টেটের কর্মকর্তারা। একজন মহিলা এহেন হামলা চালাতে পারে তা কল্পনার অতীত ছিল সকলের কাছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে মহিলাদের বোরখা নিষিদ্ধ করে দিয়েছে ইসলামিক স্টেট।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close