১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী কফি পানের ৫ উপকারিতা


ত্বকের যত্নে পেঁপের পাঁচটি কার্যকরী প্যাক


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

অনলাইন ডেস্ক: প্রচুর পরিমাণে মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্টস থাকার কারণে পাকা পেঁপে ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক এই উপাদানটি ত্বক উজ্জ্বল করে, বলিরেখা দূর করে, ত্বক টানটান করে, চেহারায় তারুণ্য ধরে রাখে ও ত্বক মসৃণ করে। বিভিন্ন উপায়ে ত্বকে এটি ব্যবহার করতে পারেন।

১) পেঁপে ও টক দইয়ের প্যাক

দুই টেবিল চামচ চটকানো পাকা পেঁপের সঙ্গে দুই টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এই প্যাক ত্বককে টানটান করে।

২) পেঁপে ও মধুর ফেস প্যাক

দুই টুকরো পাঁকা পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে এক চা চামচ মধু মেশান। এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করলে কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে।

৩) পেঁপে ও মুলতানি মাটির প্যাক

এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই টেবিল চামচ চটকানো পাকা পেঁপে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ কমায়।

৪) পেঁপের রস ও চালের গুঁড়োর প্যাক

দুই টেবিল চামচ পেঁপের রসের সঙ্গে এক চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে মুখে পাঁচ থেকে ১০ মিনিট ঘষুন। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

৫) পেঁপে ও লেবুর রসের প্যাক

দুই টেবিল চামচ চটকানো পেঁপের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এই প্যাক ত্বককে দাগমুক্ত ও মসৃণ করে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close