১৩ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৯শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » আইসিটি খাতের ব্যবসা প্রসারে বাণিজ্য সচিবের আশ্বাস
পূর্ববর্তী এবার কোরবানির পশু পাওয়া যাবে কম দামে
পরবর্তী সাড়ে ৪ হাজার কোটি টাকায় টেলিটকের বিস্তার: তারানা


আইসিটি খাতের ব্যবসা প্রসারে বাণিজ্য সচিবের আশ্বাস


Amaderbrahmanbaria.com : - ০৮.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য সম্প্রসারণসহ আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি সহজীকরণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ্ আল মামুনের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাকের একান্ত বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিসিএস সভাপতি সিনিয়র সচিবের কাছে আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি সহজীকরণ বিষয়াদি সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন।

পেশকৃত প্রস্তাবসমূহ পর্যবেক্ষণ করে এ ধরণের উদ্যোগের জন্য তিনি বিসিএস সভাপতির প্রসংশা করেন। তিনি বেসরকারি খাতের এ উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য সরকারের তরফে সহায়তা করার আশ্বাসও দেন।

প্রস্তাবিত বিষয়াদি নিয়ে দ্রুততার সাথে অগ্রসর হওয়ার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিসিএস সভাপতিকে পরামর্শ প্রদান এবং ঈদ পরবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ আইসিটি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনায় মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close