১৬ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১লা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


উ. কোরিয়ায় বন্যায় ১৩৩ জনের মৃত্যু


Amaderbrahmanbaria.com : - ১২.০৯.২০১৬

 
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চলে বন্যায় এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯৫ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার পিয়ংইয়ং সরকারের বরাত দিয়ে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) কার্যালয় থেকে জানানো হয়েছে, বন্যার পানি বেড়ে যাওয়ায় তুমেন নদীর কাছাকাছি এলাকা থেকে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।


বন্যাকবলিত এলাকার লোকজন কঠিন সময় পার করছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার গণমাধ্যম। বন্যায় ৩৫ হাজার ৫শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার প্রায় ৬৯ ভাগ বাড়ি-ঘরই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বন্যায় ১৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি সেবা প্রয়োজন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close