বলিউডে বন্ডগার্ল
---
বিনোদন ডেস্ক : ক্যাটরিনা, না ইনি বলিউড অভিনেত্রী নন। ক্যাটরিনা মুরিনো, হলিউড অভিনেত্রী। একনামে চেনে বন্ডগার্ল হিসেবে।
বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে ডেনিয়েল ক্রেগের এই নায়িকার হিন্দি সিনেমার প্রতি প্রবল ঝোঁক।
৩৮ বছর বয়সী ইতালির এই অভিনেত্রী ইতিমধ্যে বলিউডের যোধা আকবর, দেবদাস, সালাম বোম্বে সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন।
তার স্বপ্ন ছিল হিন্দি ছবিতে একবার হলেও নিজের কোমর দোলানোর। বলিউডের প্রতি সেই দুর্বলতা থেকেই সাবেক বন্ডগার্ল হাজির হচ্ছেন হিন্দি ‘ফেভার’ছবিতে।
ক্যাটরিনা মুরিনো পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ফেভারের পরিচালক রাজিব জাবেরি তার এই স্বপ্ন সম্পর্কে অবগত ছিলেন। সেই থেকেই সুযোগ করে দিয়েছেন।
তবে যে নাচটি আমি নেচেছি, সেটি প্রথাগত নয়, অনেকটা ইউরোপীয় ধাচের। তাতে কি, মাত্র ৬০ সেন্টে আমার স্বপ্নকে পূরণ করতে দিয়েছেন রাজিব, যোগ করেন মুরিনো।
ফেভারে তার সঙ্গে রাজিব খান্দেওয়াল, গুয়াহার খান এবং ব্রিটিশ জিমা অ্যাটকিনসন অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন অজয় চাবিরা, আগামী ৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
তবে এই সাক্ষাৎকারে ক্যাটরিনা মুরিনো ধন্যবাদ দিয়েছেন জেমস বন্ডকে। বলেন, ‘ধন্যবাদ জেমস বন্ড, যার জন্য আমি আজ এখানে। ওই ছবি দেখেই না রাজিব আমাকে সুযোগ দিয়েছেন। যখন আমি বলিউডে কাজের স্ক্রিপ্ট হাতে পেলাম, সত্যিই কতটা খুশি হয়েছি, বোঝাতে পারব না।’
তিনি এও জানিয়েছেন, হিন্দি সিনেমা তার খুব একটা দেখা হয়নি। তবে ইতালির মানুষ কবির বেদীর মতো তারকা পরিচালক বলতে পাগল।
ক্যাটরিনা মুরিনো বলেন, ‘আমি যোধা আকবর, দেবদাস ও সালাম বোম্বে দেখেছি। ঐশ্বরিয়া অকল্পনীয় সুন্দর এবং হৃত্বিকের পারফর্ম দারুণ লাগে। কিন্তু কবির বেদী ইটালিতে সুপারস্টার।’