শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

লর্ডসে কুকের পর বেয়ারস্টো

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৬

---

criস্পোর্টস ডেস্ক : এখনো ৩২ পেরোয়নি। এরইমধ্যে ১০ হাজার রান করে ফেলেছেন। ইংলিশরা তো বলেই দিচ্ছেন, যেভাবে এগুচ্ছেন অ্যালিস্টার কুক তাতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা খুব সম্ভব। কারণ ইতোমধ্যে তিনি যে শচীনেরই একটা রেকর্ড নিজের দখলে নিয়েছেন সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করে।

সবকিছু দেখে মনে হচ্ছে লর্ডস টেস্ট দিয়ে শচীনকে ধরার অসম্ভব লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন কুক। তবে তার আগে তিনি যা বলেছেন, তাতে শচীনের প্রতি কুকের অসম্ভব আনুগত্যই প্রকাশ পেয়েছে,‘ শচীন জিনিয়াস, আমি নই।’

শ্রীলংকার সঙ্গে তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কুক। ওপেনিংয়ে তিনি শুরুটা করেছিলেন অ্যালেক্স হেলস নিয়ে। ৫৬ রানে হেলসকে (১৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন রঙ্গনা হেরাথ। তৃতীয় টেস্টেও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন নিক কম্পটন (১)। দলীয় ৬৭ রানে তাকে ফেরান সুরঙ্গা লাকমল।

কুক এক প্রান্তে অবিচল থাকলেও দলীয় ৭১ রানে জো রুট (৩) এবং ৮৪ রানে জেমস ভিন্স (১০) ফিরে যান। তবে পঞ্চম উইকেটে ইংলিশ অধিনায়ক ও জনি বেয়ারস্টো ৮০ রান যোগ করে ইংল্যান্ডকে কক্ষপথে রাখেন। ১৬৪ রানে ব্যক্তিগত ৮৪ রানে ফিরে যান কুক। ১৭৪ বলে খেলা তার এই ইনিংসে ছিল নয়টি চার।

এরপরের সময়টুকু ছিল শুধুই বেয়ারস্টোর। শেষ পর্যন্ত তিনি ১৬৪ বল খেলে ১০৭ রানে অপরাজিত রয়েছেন। চার মেরেছেন ১৩টি। এটি বেয়ারস্টোর ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। তার সঙ্গে অপরাজিত আছেন ক্রিস ওকস ২৩ রানে। এছাড়া মঈন আলীর ব্যাট থেকে এসেছে ২৫ রান। হেরাথ ৪৫, লাকমল ৬৬, নুয়ান প্রদীপ ৭৯ রানে পেয়েছেন ২টি করে উইকেট।