গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে শাহরুখ
---
বিনোদন ডেস্ক : বিস্ফোরক মামলায় সাজা পেয়ে কারাবন্দি ছিলেন মুন্নাভাই এমবিবিএস খ্যাত তারকা সঞ্জয় দত্ত। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর থেকেই তার সাথে দেখা করতে বলিউডের অনেক তারকা ছুটে আসছেন বাড়িতে।
তার মধ্যে প্রিয় বন্ধু ও সহকর্মীকে শুভেচ্ছা জানাতে রোববার মধ্যরাতে সঞ্জয়ের বাড়িতে হাজির হলেন বলিউড কিং শাহরুখ খান।
জানা গেছে, শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’র প্রচারণার কাজ শেষ করে রাত ৩টা বাজে হাজির হন সঞ্জয়ের বান্দ্রার ইম্পেরিয়াল হাউজে। এ দুই তারকা প্রায় দুই ঘন্টা যাবত ব্যক্তিগত আলাপ করেন। পরে ঘর থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সামনে ছবি তোলেন। এই দুই ঘন্টা তাদের মধ্যে কি আলাপ হয়েছে তা জানা সম্ভব হয়নি। অবশেষে ভোর হওয়ার আগেই সঞ্জয়ের কাছ থেকে বিদায় নেন কিং খান।
তবে সেদিন শুধু শাহরুখই নন, সঞ্জয়ের সাথে দেখা করতে হাজির হয়েছিলেন জ্যাকি শ্রফ, সুনিল শেঠি, আর মাধবন ও হানি সিংয়ের মতো তারকারা।
প্রসঙ্গত, মুম্বাই বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দীর্ঘ পাঁচ বছর হাজতবাসের পর গেল ২৫ ফেব্রুয়ারি পুনের ইয়েরওয়াদা জেল থেকে মুক্তি পান সঞ্জয়।