g বাঞ্ছারামপুরে ৩টি স্কুল থেকেই ঝড়ে পড়লো ৫ শতাধিক শিক্ষার্থী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৪ঠা নভেম্বর, ২০১৭ ইং ২০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৩টি স্কুল থেকেই ঝড়ে পড়লো ৫ শতাধিক শিক্ষার্থী

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২, ২০১৭
news-image

---

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চলতি ৮ম শ্রেনীর জেএসসি ও জেডিসি পরীক্ষায় বাল্যবিবাহ,দারিদ্রতাসহ নানান কারনে প্রায় ৫ শত শিক্ষার্থী ঝড়ে পড়ার তথ্য পাওয়া গেছে।
খোজ নিয়ে জানা গেছে,বাঞ্ছারামপুর সদর উপজেলায় সদ্য জাতীয়করনকৃত এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ বছর আগে ২০১৫ সালে স্কুলটিতে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়েছিলো ৪ শত ৩০জন ছাত্র-ছাত্রী।কিন্তু,আজ জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে মাত্র ২ শত ৫৫জন।ঝড়ে পড়লো ২ শত ৮৫ জন।একইভাবে,উপজেলার স্বনামধন্য বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ঝড়ে পড়েছে ১শত ১৪ জন (৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি ৪ শত ৫১ জন,পরীক্ষায় অংশ গ্রহন ৩৪৭জন),বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঝড়ে পড়ে ১শত ১৬জন পরীক্ষার্থী(৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির সংখ্যা ২শত ৮৩ আর পরীক্ষায় অংশ গ্রহন ১ শত ৫৭জন)।অর্থাৎ উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মধ্যে ৩টিতে জেএসসি পর্যায় এসে শিক্ষার্থী ঝড়ে পড়লো ৫ শত ১৫ জন।মাদ্রাসায় তো ঝড়ে পড়ার হার আরো বেশী। এমন ভয়াবহ ঝড়ে পড়ার সংখ্যা দেখে শিক্ষাবিদ ও সুশীল সমাজ রীতিমতো আতংকিত।

কারন,১১ বছর হতে ১৪ বছর বয়সী মেয়ে ও ছেলেরা যদি ৮ম শ্রেনীতে পরীক্ষায় না দেয়,সেক্ষেত্রে সরকারের শতভাগ শিক্ষা কর্মসূচী সফল হতে প্রলম্বিত হবে।
এর কারন হিসেবে বাঞ্ছারামপুর এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান,সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমানুল্লাহ বলেন,বাঞ্ছারামপুর উপজেলা হাওর এলাকা।চারপাশ নদীবেষ্টিত।পুরুষ শিক্ষার্থীদের বেলায় বিদেশ যাবার প্রতি আগ্রহ,অশিক্ষা-কুশিক্ষা,দারিদ্রতা,স্কুল গমনে অনাগ্রহ ও দূরত্ব এবং নারীদের বেলায় পূর্বে উল্লেখিত কারনগুলোসহ সর্বোপরী বাল্যবিবাহের কারনে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে বলে মনে করেন শিক্ষকগন।

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু তৌহিদ বলেন,-‘এই উপজেলায় সামগ্রীক ঝড়ে পড়ার হার ৮% (দশম শ্রেনী পর্যন্ত)।আমরা ঝড়ে পড়া রোধ করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন,-‘স্কুলগুলোতে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে সরকার বিভিন্ন কার্য্যক্রম গ্রহণ করেছে।ঝড়ে পড়ার বিভিন্ন কারনের মধ্যে ‘বাল্য বিবাহ’ রোধে আমি সচেষ্ট আছি।’

 

এ জাতীয় আরও খবর