শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

কুনিও হত্যা মামলার আসামি বিএনপি নেতা রাশেদ উন নবীর জামিন মঞ্জুর

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

---

 

নিজস্ব প্রতিবেদক : জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা রাশেদ উন নবী বিপ্লবের জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাসিত স্বাস্থ্যগত কারণে এক মাসের অন্তর্বতীকালীন এই জামিন মঞ্জুুর করেন। অপর আসামি রুবেলের জামিন নামঞ্জুর করা হয়েছে।

 

02_88383

জানা গেছে, গত বছরের ৩ অক্টোবর রংপুর নগরীর অদূরে কাউনিয়ার আলুটারিতে জাপানি নাগরিক কুনিও হোশিকে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করে। হত্যার পরপরই কুনিওর ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবির হিরাকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে এ মামলায় বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেলের ছোট ভাই রাশেদুন্নবী খান বিপ্লবকে রংপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকেও ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কিন্তু রিমান্ড শেষ হওয়ার আগেই বিপ্লবকে কারাগারে পাঠায় পুলিশ।

 

 

এরপর হঠাৎ করেই কুনিও হত্যায় নতুন তথ্য যোগ হয়। রংপুরের পীরগাছা থেকে জেএমবির সামরিক শাখার নেতা মাসুদ রানাকে গ্রেফতর করা হয়। আদালতে গত বছরের ৭ ডিসেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কুনিও হত্যাকা-ের বিস্তারিত বর্ণনাও দেন মাসুদ রানা। মাসুদ রানা কীভাবে কুনিওকে হত্যা করেছে, কারা কারা তার সঙ্গে ছিল, হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেল কারা সরবরাহ করেছে এসব তথ্য তিনি জবানবন্দিতে জানান।

 

 

সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জামিন মঞ্জুরের বিষয়টি স্বীকার করে জানান, তার স্বাস্থ্যগত কারণে এক মাসের অন্তবর্তী জামিন দেওয়া হয়েছে।আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন জামিনের বিষয়টি স্বীকার করে জানান, জেএমবির দুই জঙ্গি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এটা স্পষ্ট, এসব ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নেই। তারপরও বিএনপি নেতাকর্মীদের এই মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর