g ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, গোলাগুলিতে নিহত ৬ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৯শে আগস্ট, ২০১৭ ইং ৪ঠা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, গোলাগুলিতে নিহত ৬

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৬

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। আর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ওই বিমানঘাঁটির পাশের কোনো ভবন থেকে সেনাবাহিনীর পোশাকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা।

হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আরো কিছু গণমাধ্যমে পাওয়া খবরে জানা যায়, আনুমানিক ছয়জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তাদের ঠেকাতে ওই ঘাঁটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।  সেনা সদস্যরাও অভিযানে যোগ দিয়েছে।

এ বিষয়ে জানতে  চাইলে অমৃতসর বর্ডার রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুনওয়ার বিজয় প্রতাপ সিং টিওআইকে বলেছিলেন, সন্ত্রাসীদের দমনে অভিযানের সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়। অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর