g ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরে ৪ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে চারা বিতরন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৯শে আগস্ট, ২০১৭ ইং ৪ঠা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরে ৪ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে চারা বিতরন

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৬, ২০১৫

---

বিশেষ প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার হরিপুরে ৪ হাজার পরিবারের মাঝে সামাজিক বনায়নের উদ্দেশ্যে ৪ হাজার বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার হরিণবেড় বাজরে ভরসা পরিবেশ উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং সোসাল চেইঞ্জ ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মদ। এ সময় সোসাল চেইঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভরসা ব্রাহ্মণলবাড়িয়া এর নির্বাহী পরিচালক মোঃ আলমগীর তালুকদার, মেঘনা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক আবুল বাসার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বৃক্ষরোপন ছাড়া কোন বিকল্প  নেই। কারণ একমাত্র বৃক্ষরোপনই পারে বর্তমান জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। তাই তিনি সকলকে বাড়ির আঙ্গীনায়, পুকুর ঘাটে, বিভিন্ন রাস্তার পাশসহ খালি জায়গায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানান। আলোচনাশেষে ইউনিয়নের ৪ হাজার পরিবারের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করা হয়। 

 

এ জাতীয় আরও খবর