বৃহস্পতিবার, ৩১শে মে, ২০১৮ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

নজরকারা ১৩ টি মেহেদী ডিজাইন

অনেক বন্ধুরাই আমাদেরকে অনুরোধ করেছেন এই ঈদে মেহেদী ডিজাইনের জন্য আর সেকারণেই আপনাদের জন্য আমাদের পছন্দের সেরা এক্সক্লুসিভ ১৩ টা মেহেদিডিজাইন শেয়ার করা হচ্ছে ঈদের দিনে মেহেদী লাগিয়ে নিজেকে উপভোগ করুণ খুজে নিন আপনার সেরা ডিজাইনটি , আর সেই সাথে শেয়ার করুণ সবার সাথে পহেলাবৈশাখের দিন পর্যন্ত মেহেদি লাগানোর সময় দেখে নিতে পারবেন খুব সহজেই

mehndi designs 1টিউলিপ ব্লু ডিজাইন

mehndi designs 2মডার্ন স্পেস ডিজাইন

mehndi designs 3আল্ট্রা ফ্ল্যাশ ডিজাইন

mehndi designs 4হিদুপিক ডিজাইন

mehndi designs 5পাকিস্তানি মডার্ন লুক হ্যান্ড ডিজাইন

mehndi designs 6 স্টাইল ডিজাইন

mehndi designs 7বৈশাখী লুক ডিজাইন

mehndi designs 8শাড়িজ ডিজাইন

mehndi designs 9ফেমগুল ডিজাইন

mehndi designs 10হেমিকা ডিজাইন

mehndi designs 11নরম হাতের হট ডিজাইন

mehndi designs 12GorgeOus ডিজাইন

mehndi designs 13ডিফারেন্ট লুক ডিজাইন

উৎসবের দেশ মানেই প্রিয় বাংলাদেশ আর উৎসব মানেই বাংলাদেশীদের সাজগোজ দেশের বাঙালি নারীরা যেমন উৎসব পালন করতে পছন্দ করেন ঠিক তেমনি সাজতেওপছন্দ করেন তাও অনেক বেশি  তাই পলেহা বইশাখপহেলা ফাল্গুনবিয়েপুজা– পারবণঈদভালোবাসা দিবস সব উৎসবেই সাজগজের জন্য আদিকাল থেকেই চলেআসছে মেহেদির চল বিশেষ করে বিয়েতে মেয়েরা হাত ভরতি মেহেদি লাগায় কিন্তু মনের মত রঙ না হলে মেহেদি লাগানোর আনন্দই মাটি হয়ে যায় তাই একটু নিয়মপালন করলেই আমরা মেহেদি থেকে মনের মত রঙ পেতে পারি যা আমাদের হাতের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তোলে এবং উৎসবের আনন্দকে দিগুণ করে দেয় আর সেইজন্য আপনাদের জন্য আমাদের তরফ থেকে অবিশ্বাস্য কিছু ডিজাইন যা যেকোন মহিলাকে নজর কারতে বাধ্য

মনে রাখবেনঃ

আপনি যদি হাতে ওয়াক্সিং করে থাকেন তাহলে সাথে সাথে ওইখানে মেহেদি লাগাবেন না মেহেদি লাগানোর আগে দুই তিন দিন অপেক্ষা করুন নয়ত আপনার ত্বকের ক্ষতিহতে পারে

মেহেদি লাগানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলে ঠিকভাবে শুকিয়ে নিন টিউব মেহেদি লাগানোর সবছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে শক্ত করে ধরা তা না হলেডিজাইন নস্ট হয়ে যেতে পারে লাগানোর সময় হাতের সামনে অতিরিক্ত কাপড় বা টিস্যু রাখুন যাতে অতিরিক্ত মেহেদি লেগে গেলে খুব দ্রুত মুছে ফেলা যায়

মেহেদি লাগানোর পরে কি করবেনযখন মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করে তখন আপনি একটি পাত্রে সামান্য একটু লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল দিয়েরস টা নিয়ে হাতে মিশ্রণটি লাগান এতে মেহেদীর রঙ আরও অনেক বেশি গাড় হয়

সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার / ঘণ্টা আগে মেহেদি লাগানো ভালো সারা রাত হাতে মেহেদি রেখে দিলে এর রঙ ভালো হয় মেহেদি শুকিয়ে গেলেও হাত ধুবেন নাঅন্তত  ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন যত দেরীতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে

মেহেদির রঙ তুলতেঃ

যে কোন ধরনের ব্লিচ ক্রিম অথবা টুথপেস্ট হাতে লাগিয়ে ঠিকমত শুকিয়ে নিন এরপর হাত ঘষলেই দেখবেন আপনার হাতে লাগানো মেহেদির রঙ অনেকটাই হালকা হয়েযাবে

Print Friendly, PDF & Email