আজ শিল্পকলায় ঝিলমিলের সংবর্ধনা
---
বিশেষ প্রতিনিধি : ঝিলমিল শিশু কিশোর একডেমীর পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্টের যুব প্রধান, উপ যুব প্রধান ও বিভাগীয় প্রধান, প্রশিক্ষকসহ বিভিন্ন পদে মনোনীত হওয়ায় রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবড়িয়া পৌরসভর মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিলমিল প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।