পিনাকী ভট্টাচার্য্য পরলোকে
---
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ির বাসিন্দা শ্রী শ্রী কালভৈরব মন্দির কমিটির সভাপতি, কুমিল্লাস্থ মহেশ ট্রাস্টি বোর্ড ও ব্রাহ্মণবাড়িয়াস্থ মহাদেব ট্রাস্টি বোর্ডের সদস্য, ভূবন মঙ্গল কীর্তন কমিটির সভাপতি শ্রী পিনাকী ভট্টাচার্য্য (৮৬) পরলোকগমন করেছেন।
বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের নাইটিঙ্গেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রী পিনাকী ভট্টাচার্য্য ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহার-এর ভূমি দাতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেড্ডা বাসষ্ট্যান্ড সংলগ্ন শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে তার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবি প্রণব ভট্টাচার্য্য জানিয়েছেন।