আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৩, ২০১৫
---
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতুর কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। রাসেল কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালীপুর এলাকার আবুল কাসেমের ছেলে ও দ্বিতীয় রেলসেতু নির্মাণ প্রকল্পে সহকারী সার্ভেয়ার হিসেবে কাজ করতেন।
দ্বিতীয় রেলসেতু প্রকল্পের পরিচালক (প্রশাসন) ডি. কেসিং জানান, দুপুরে উপজেলার মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতুর কাজ চলছিল। এ সময় রাসেলের হাতে থাকা স্কেল বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরবের আবেদীন হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।