শনিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

Nasirnagar asa-pcআকতার হোসেন ভূইয়া :  আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগরে আশা-চৈয়ারকুড়ি ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে  চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। রবিবার স্থানীয় কার্যালয়ে নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার অমি রঞ্জন ধর। বিশেষ অতিথি ছিলেন আশাফিল্ড অডিটর মোঃ ওমর আলী আর এম (স্যানিটেশন) মোঃ ফজলে করিম ,সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া। আশা’র ডিস্ট্রিক ম্যানেজার অমি রঞ্জন ধর জানান, আশার মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ  করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নি:স্ব হতে হয়। সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে।


 


ক্যাপসনঃ নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) গোকর্ণ গ্রামের একতা ভূমিহীন মহিলা সমিতির হেনা বেগমক (সিজিয়ারিয়ান  অপারেশনের জন্য)  সহায়তা প্রদান করছেন আশা’র  ডিস্ট্রিক ম্যানেজার অমি রঞ্জন ধর

 

এ জাতীয় আরও খবর