বাংলাদেশের সুখবর হয়ে এল বৃষ্টি
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে বাংলাদেশ যে পিছিয়ে আছে, সেটা না বললেও চলছে। দ্বিতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ১৪০ রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। স্পিনবান্ধব উইকেটে চতুর্থ ইনিংসে বড় এক লক্ষ্যই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এমন অবস্থাতে প্রকৃতির কাছেই সাহায্য প্রার্থনা করার কথা বাংলাদেশের। বাংলাদেশের জন্য সুখবর, প্রকৃতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
রোববার রাত ১০টা থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সিলেট টেস্টের এখন যে অবস্থা, ভালো বোলিংয়ের পাশাপাশি বৃষ্টির সাহায্যও দরকার হবে মাহমুদউল্লাহ ও তাঁর দলবলের। টেস্টের তিন দিন ভাসিয়ে দেওয়া বৃষ্টি যদি না–ও হয়, টানা দুই দিন যে ধরনের ক্রিকেট খেলছে বাংলাদেশ, তা থেকে ক্ষণিক বিরতি অন্তত পাওয়া দরকার দলের।