রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

‘বিএনপির স্পষ্ট ঘোষণা, খালেদা-তারেকের নেতৃত্ব হবে না’

জাতীয় ঐক্য ইস্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব হবে না বলে বিএনপি স্পষ্ট ঘোষণা দিয়েছে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, ‘আমি দেখেছি, আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষরই ছিল ওয়ার স্ট্যাজি। অর্থাৎ কে কত শক্তি দেখাতে পারে, কে কত হরতাল করতে পারে, কে কত জ্বালাও-পোড়াও করতে পারে, সেটা। এটি রাজনীতি নয়। আমি বিএনপিকেও বলেছি, এই রাজনীতি রাজনীতি নয়। এখন যেটা করেছে তারা, আমি মনে করি বিরাট ত্যাগ স্বীকার করেছে। খালেদা জিয়ার নেতৃত্ব হবে না, তারেক রহমানের নেতৃত্ব হবে না।’

বিএনপির পক্ষ থেকেতো স্পষ্ট ঘোষণা করা হয়নি-সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্পষ্ট ঘোষণা আমার কাছে করেছে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমি পলিটিক্সে একটা জিনিস বিশ্বাস করি, তা হল শক্তি। কিন্তু আমাদের দেশে যেটা দেখছি, এরা মনে করে, গায়ের জোর দেখালে সবকিছু হয়। মাঠে কে কত লোক আনতে পারে দেখায়। এটায় আমি বিশ্বাস করি না। বিশেষ করে বর্তমান যুগে।’

‘আমি মনে করেছি যদি সমঝোতার রাজনীতি করতে হয় তবে শেখ হাসিনা আর খালেদা জিয়া এক হবে এ চিন্তা আমি কখনও করি না। কিন্তু মিশনকেতো সেইভ করতে হবে। তখন আমি করেছি যে, ড. কামাল যিনি বঙ্গবন্ধুর অত্যান্ত কাছে ছিলেন, আওয়ামী লীগে ছিলেন তাকে বলতে পারবে না তিনি রাজাকার। তো এরকম একটা ব্যক্তি পেলে আমি মনে করি সকলের জন্যই ভাল হবে’, বলেন ব্যারিস্টার মঈনুল হোসেন।

তিনি আরও বলেন, ‘এখানে (জাতীয় ঐক্য) কিন্তু দুইটা স্টেইজ আছে। একটা প্রক্রিয়া আছে আরেকটা হল ইলেকশন এলায়েন্স। ইলেকশন এলায়েন্সে মূল কথা যৌথভাবে নির্বাচন হলে ড. কামাল প্রধানমন্ত্রী হবেন।’

সূত্র: বিডি২৪লাইভ