বৃহস্পতিবার, ১২ই জুলাই, ২০১৮ ইং ২৮শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

চীনে প্রথম অনুমোদিত যৌন শিক্ষা

সুয়াংয়ের বয়স ২৪। কলেজছাত্র। সে তার জন্মবৃত্তান্ত তার বাবা-মার কাছে জানতে চেয়েছিল । তার মা উত্তরে কি বলেছিলেন সেকথা সুয়াংয়ের মুখ থেকেই শোনা যাক । সুয়াংয়ের ভাষায়, ‘আমার মা বাবা বলল, আমাকে বাথরুম থেকে তারা নিয়ে এসেছে।’

শুধু সুয়াং নয়, অধিকাংশ চীনা তরুণই যৌন শিক্ষা ,যৌন স্বাস্থ্য, যৌন সম্পর্ক স্থাপন বিষয়ে উদ্ভট সব ধারণা বিদ্যমান। এক জরিপে দেখা গেছে, চীনের ১৯ বছরের কম বয়সি শতকরা ২২ ভাগ তরুণ-তরুণীই যৌনতা সম্পর্কে পুরো অন্ধকারে রয়েছে। কিন্তু গত মার্চ মাস থেকে চীনে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক স্কুল পর্যায়ে সরকার অনুমোদিত যৌন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সরকার এই শিক্ষা কার্যক্রম অনুমোদন করেছে। সিলেবাসে শিশু এবং প্রাপ্তবয়স্ক ও বয়ঃসন্ধিকালীনদের জন্য কোর্স রয়েছে, পরিবারের জন্য অনলাইন ভিডিও বানানো হচ্ছে। বয়ঃসন্ধিকালীনদের জন্য বছরে দুটি আউটডোর ক্যাম্প করা হচ্ছে ।

যৌন সর্ম্পক বিষয়ক সাধারণ প্রশ্ন, যৌন রোগ, পতিতাবৃত্তি বিষয়ে ক্লাশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে কোর্সের মূল লক্ষ্য হল মানবাধিকার ও যৌনতা নিয়ে সম্যক ধারণা দেয়ার চেষ্টা করা। বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপক এই কোর্সটি চালুর ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন। তিনিই এই কোর্সের মুখ্য ব্যক্তি। তার নাম ফ্যাং গ্যাং। তার মতে যৌনতার ক্ষমতায়নের জন্যই এই কোর্স। তার মতে, এই শিক্ষা হল জীবনের শিক্ষা। আমরা শিক্ষার্থীদের মূল্যবোধ শিক্ষা দিতে চাই,শুধু যৌন শিক্ষা নয় । কিশোর কিশোরীরা কী ধরণের যৌন জীবন বেছে নেবে সে ব্যাপারে আমরা দিকনির্দেশনা দিচ্ছি । সিএনএন

এ জাতীয় আরও খবর

ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে প্রথমবার ফাইনালে ক্রোয়েশিয়া

প্রস্তুত থাকুন-আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: বাঞ্ছারামপুরে দুদু-খোকন

দেশে রোহিঙ্গা আছে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে লর্ড কার্লাইলের সংবাদ সম্মেলন হচ্ছে না

মদ খেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

উদ্ধারের নায়ক হ্যারিস কেন মন খারাপ করে বের হয়েছিলেন ?