‘টাকা দেওয়ার দরকার নেই’
ডেস্ক রিপোর্ট: দূর থেকেই ভেসে আসছিল প্রস্রাবের দুর্গন্ধ। কঙ্কালসার দেহে হাতির দাঁতের মতো বেশ কিছু হাড়ের মধ্যে শ্বাস-প্রশ্বাসে কেবল পেটটা নড়ছিল। নিথর দেহের চোখ দুটো নাড়াচাড়া করছে।
ঈদের পরের দিন, ১৭ জুন রবিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ের শিশু পার্কের পাশের ওভার ব্রিজের ওপর এভাবেই পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধকে।
বৃদ্ধের পরনে নতুন লুঙ্গি ও গামছা, তার মাথার কাছে খাবারের একটি বাটি। কিছু পলিথিন জাতীয় কাগজের ওপর পড়ে আছেন তিনি।
কোনো কথারই উত্তর দিচ্ছেন না বৃদ্ধ। হয়তো তার সেই সক্ষমতাই নেই। তবে এই প্রতিবেদক তাকে পাঁচ টাকা দিতে গেলে তিনি হাত নাড়িয়ে জানিয়ে দেন, টাকা দেওয়ার দরকার নেই। সূত্র: প্রিয়.কম