রবিবার, ২৪শে জুন, ২০১৮ ইং ১০ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

জ্যাসিন্দা ও বেনজিরের মাতৃত্বের দুই ভিন্নরুপ

প্রথমবারের মত সন্তানের মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন (৩৭)। বৃহস্পতিবার অকল্যান্ডের একটি হাসপাতালে তার সদ্যজাত কন্যা পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই শুভানুধ্যায়ী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আন্তর্জাতিক নেতা ও দেশের জনগণের শুভেচ্ছাবার্তায় ভাসেন জ্যাসিন্দা।

৩.৩১ কেজি ওজনের ফুটফুটে শিশুটির জন্মতে খুশি আর্ডেন স্বাস্থ্যবান একটি শিশুর জন্ম দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। জ্যাসিন্দার সন্তান জন্মদানের পর এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘৪.৬৯৩ মিলিয়ন নিউজিল্যান্ডের অধিবাসীরা আন্টি এবং আংকেল হয়েছেন।’

জ্যাসিন্দার এই মাতৃত্বকালীন সময় তিন দশক আগের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তুলনায় পুরোপুরিই ভিন্ন। নিউজিল্যান্ডের তরুণ এই প্রধানমন্ত্রীর সন্তান জন্মদানের ২৮ বছর আগে কন্যা বাখতাওয়ার ভুট্টোর জন্ম দিয়েছিলেন বেনজির। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাত্র ৬ দিন আগে মাতৃত্বের কথা জানতে পারেন আর্ডেন। রাজনৈতিক লড়াইয়ের মঞ্চেই জানুয়ারিতে জানান দেন মা হওয়ার কথা। ফেসবুকে নিজের সঙ্গী ক্লার্ক গের্ফোডের সঙ্গে একটি ছবি পোস্ট করে বলেন, ‘হতে যাচ্ছি একজন প্রধানমন্ত্রী ও মা। আর ক্লার্ক হবে ঘরোয়া বাবা।’

আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে

অন্যদিকে ১৯৯০ সালের পাকিস্তানের দিকে ফিরে তাকালে পরিস্থিতির ভিন্নরুপের দেখা মেলে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এই দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার মাতৃত্বকালীন সময়ে পান নি কোন ছুটি, শুভেচ্ছাবার্তা কিংবা বাড়তি যতœ। কারণ ২৫ জানুয়ারি তার কন্যা জন্ম নেয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত মন্ত্রীসভার সদস্যরাও তার মাতৃত্বের কথা জানতেন না। বিবিসিকে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে বেনজিরের মন্ত্রীপরিষদের সদস্য জাভেদ জব্বার বলেন, ‘ক্যাবিনেটের মধ্যে আমরা কেউই জানতাম না প্রধানমন্ত্রী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।’ বিরোধী দলিয় নেত্রী সায়েদা আবিদা হোসাইন বলেন, ‘ভুট্টো রাষ্ট্রের জন্য মাতৃত্ব, সাংসারিক জীবন ও গ্ল্যামারের এতটুক্ওু ছাড় দিতে রাজি ছিলেন না। এগুলোর প্রতি তার ‘লোভ ’ছিল।’

নিউজিল্যান্ডের বিরোধী দলিয় নেতা বিল ইংলিশ আর্ডেনের মাতৃত্বের খবরের সঙ্গে সঙ্গেই তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নতুন শিশুর জীবন আনন্দদায়ক হোক। সদ্য বাবা-মায়ের জন্য শুভকামনা। প্রধানমন্ত্রী হলেও একজন মা হিসেবে আর্ডেনের পূর্ণ স্বাভাবিক জীবন-যাপনের নিশ্চয়তা পাওয়া প্রয়োজন।’

আর্ডেনের ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রাইম মিনিস্টার উইনস্টোন পিটারস। যদিও ছুটি চলাকালে কোন গুরুত্বপূর্ণ কাজে ডাক পড়বে আর্ডেনের। অন্যদিকে ভুট্টো পদচ্যুত হওয়ার ভয়ে মাতৃত্বের খবর গোপন রেখেছিলেন। গোপনে করাচী হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্মদিয়ে আবার নিজের কাজে যোগ দেন। পরে ভুট্টো লিখেন, ‘পরদিনই আমি কার্যালয়ে ফিরে আসি। সরকারী কাগজপত্র পড়ি এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করি। কিছুক্ষণ পর আমি জানতে পারি যে ইতিহাসে এই প্রথম দায়িত্বকালীন সময়ে আমি মা হয়েছে। ওই মূহুর্ত পুরোপুরি ভিন্ন ছিল। ওই সময় ছিল এটি প্রমাণ করার, যে একজন নারী সবচেয়ে চ্যালেঞ্জিং একটি পদ সামলানোর সঙ্গে সঙ্গে সন্তানের জন্মও দিতে পারে।’ আর জ্যাসিন্দার মা হওয়ার পর ক্ষমতাসীন লেবার পার্টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে জোট বাঁধা গ্রিন পার্টির নেতা জেমস শ বলেন, ‘এই ঘটনা নিউজিল্যান্ডের মূল্যবোধ, সমতা, উন্নয়ন, আধুনিকায়ন এবং উদারতা তুলে ধরে। বিবিসি, ইয়ন

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে

অল্পের জন্য বেঁচে গেলেন ইথিওপিয়ার ‌প্রধানমন্ত্রী

বিশ্বকাপ খেলা শেষে এক মিশরীয় বাসায় ফিরে দেখলেন স্ত্রী-মেয়ে খুন

রাশিয়ার সব বিয়ার খেয়ে ফেলেছেন বিশ্বকাপ দর্শকরা!

মেলানিয়ার জ্যাকেট নিয়ে বিতর্ক

সৈয়দ আশরাফ অসুস্থ: প্রিয়জনদেরও চিনতে পারছেন না