রবিবার, ১৭ই জুন, ২০১৮ ইং ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

অনুষ্ঠানের মাঝেই উপস্থাপিকাকে চাকরিচ্যুত অশালীন পোশাক পরায়!

ডেস্ক রিপোর্ট।। রমজান মাস চলছে, তারই মাঝে অশালীন পোশাক পরার অপরাধে চাকরি গেল এক টেলিভিশন উপস্থাপিকার৷ সেই দেশের মুসলিমদের তিনি অপমান করেছেন এই ইস্যুতে অনুষ্ঠান চলাকালীন তাকে বরখাস্ত করা হয়৷

এই ঘটনাটি ঘটেছে কুয়েতের সরকারি টেলিভিশন চ্যানেল কুয়েত টেলিভিশনে৷ অনুষ্ঠান সম্প্রচার হওয়ার সময়েই তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে৷ তাঁর পোশাক বিতর্ক আগুন লাগিয়েছে নেটিজেনদের মধ্যেও৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়৷

উপস্থাপিকা আমল আল আওয়াধি যে পোশাকটি পরেছিলেন, তাতে সর্বাঙ্গ ঢাকা থাকলেও, বেশ আঁটোসাঁটো ছিল, দেখা যাচ্ছিল বক্ষ বিভাজিকাও৷ এতেই বিতর্ক চরমে ওঠে৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হওয়ার সময় আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ কমেন্ট৷

বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে তা পৌঁছায় কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের কাছে৷ বিতর্ক থামাতে মন্ত্রালয় থেকে জানতে চাওয়া হয় কেন এই ধরণের পোশাক পড়ে টিভি অনুষ্ঠান সম্প্রচার করছিলেন তিনি৷

জানা যায়, শেষে অনুষ্ঠান শেষ হওয়ার মিনিট খানেক আগে, ঘোষণা করা হয় আল আওয়াধিকে চ্যানেল থেকেই ছেঁটে ফেলা হচ্ছে৷ সেই অনুষ্ঠানেই এই ঘোষণা করা হয়৷ তবে এই বিষয় স্বীকার করেছেন আল আওয়াধি৷ তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন তিনি৷

Print Friendly, PDF & Email