সৌদি আরবে ঈদ শুক্রবার
নিউজ ডেস্ক।। সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। একই সঙ্গে আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: আলজাজিরা, আলআরাবিয়্যা, খালিজ টাইমস, পরিবর্তন।
সৌদি আরবের পরদিন সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক আহ্বান করেছে। পরের দিন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের দ্য মাজমা ইউনিভার্সিটির টেকনিক্যাল ও প্রশাসনিক অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কমিটি বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে পর্যবেক্ষণ শুরু করে। পরে তারা রাজধানী রিয়াদ থেকে ২৭ কিলোমিটার দূরে দক্ষিণপশ্চিমের হাওতাত সুদাইরে সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে বলে জানায়।
কমিটির পরিচালক ইসলামিক স্কলার আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কমিটি বুধবার ভোরে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে বৈজ্ঞানিক গণনায় বৃহস্পতিবার সূর্যদয়ের ২৬ মিনিট পরে শাওয়াল মাস শুরু হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
এর আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার কথা জানায়।
তবে ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার শাওয়াল মাসের কোনো চাঁদ দেখা যায়নি। ফলে এসব অঞ্চলে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুসলিমরা শনিবার ঈদ উদযাপন করবেন।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের জেবেল হাফিত, আল আইনে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাতে তারা এ ঘোষণা দিয়েছে।
তবে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। তারা বাদ মাগরিব বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়।
পূর্ব ঘোষণা মতে, আরব দেশগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, শুক্রবার ঈদ হলে সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে শুক্র ও শনিবার।