শনিবার, ২রা জুন, ২০১৮ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

জোনায়েদ মনির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া শহরের আলোচিত জোনায়েদ মনির (৩২) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও ছয়জনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের আদালত এ রায় দেন। এছাড়া রায়ে বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আকরাম হোসেন (৩৪), রাজীব আহমেদ (৩২), রিফাত (৩০), ইমতিয়াজ শাহীন জনি (৩৫) ও মাকসুদুল হাসান (৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১০ সালের ৪ আগস্ট রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকার আবদুল ওয়াহেদের ছেলে জোনায়েদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে শহরের দাড়িয়াপুর এলাকার পাশে তিতাস নদীতে মরদেহ ফেলে রেখে চলে যায় আসামিরা। এ ঘটনায় জোনায়েদের ভাই মাসুদ মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আকরাম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, চাঁদা না দেয়ার কারণে তিনি ও অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে জোনায়েদকে হত্যা করেছেন।

Print Friendly, PDF & Email