রবিবার, ১১ই মার্চ, ২০১৮ ইং ২৭শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর চোখ থেকে প্রতিদিন বেরিয়ে আসছে ৫-৬টি পিঁপড়া

অনলাইন ডেস্ক : ভারতের বেলাথাঙ্গায়ে অবস্থিত নেলিংঙ্গি গ্রামের অশ্বিনী তার বাবা-মাকে একদিন বলে, সে তার চোখে ব্যাথা অনুভব করছে। এরপর তার বাবা-মা অশ্বিনীর চোখের নিচে একটি পিঁপড়ার সন্ধান পায়

প্রাথমিক অবস্থায় তারা মনে করেন, অশ্বিনীর ঘুমের সময় হয়তো পিঁপড়াটি তাদের মেয়ের চোখে পড়েছিল। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তারা স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসকের দ্বারস্থ হন। ১১ বছর বয়সী অশ্বিনীর চোখে পিঁপড়া খুঁজে পাওয়ার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানান যে, অশ্বিনীর চোখে এই পিঁপড়া তার কানের মাধ্যমে সম্ভবত প্রবেশ করেছে

এর কিছুদিনের মধ্যে অশ্বিনীর চোখে তীব্র ব্যথা ও যন্ত্রনা শুরু হলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ দিনের মধ্যে প্রায় ৬০ টি মৃত পিঁপড়া তার চোখ থেকে বেরিয়ে আসে। এরপর চিকিৎসকদের সাধ্যমতো চিকিৎসা সত্ত্বেও এখনো প্রায় ৫-৬টি পিঁপড়া তার চোখ থেকে প্রতিদিন বের হয়ে আসছে।

এমন অবস্থায় আজ শুক্রবার অশ্বিনীকে তার স্কুলের শিক্ষকদের সাহায্যে তাকে মুন্নীবিড়ি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। তবে এখানকার চিকিৎসকেরা অশ্বিনীকে পরীক্ষা-নীরিক্ষার পর তারা অশ্বিনীকে নিয়ে কোন সিদ্ধান্ত আসতে পারে নাই বলে জানা গেছে। সূত্রঃ ডেইলি মেইল।

Print Friendly, PDF & Email