জাপানে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকা জাপানের দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে।
এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও পাথরখণ্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল।
আগ্নেয়গিরির আশপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভুত হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে।
২০১১ সালে এ আগ্নেয়গিরিতে যে উদগীরণ হয়েছিল তাতে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল।
শনিবার ভোর থেকে আগ্নেয়গিরিটি বিস্ফোরন্মুখ হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে।
এ জাতীয় আরও খবর

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ!

প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন

নির্বাচনের আগেই ঢাকা আসছেন মোদি

বিধানসভা ঘেরাও: পাঁচ দিন হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক!
