মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্রের হয়ে আর যুদ্ধ করবে না পাকিস্তান’

পাকিস্তান আর কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবে না। পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া বক্তৃতায় এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।

খাজা আসিফ বলেন, আফগানিস্তান এবং আরও কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও মার্কিন নেতৃত্বাধীন কোনও যুদ্ধে জাড়াবে না।

এক প্রশ্নের জবাবে খাজা আসিফ মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘মুসলিম দেশগুলো শত্রুদেরকে সহায়তা না করলে কোনও শত্রু দেশ মুসলিম দেশগুলোর ক্ষতি করতে পারত না।’

তিনি আরও বলেন, ‘এটা সবাই জানে যে, আইএসকে কারা ইরাক থেকে আফগানিস্তানে এনেছে। এই গোষ্ঠীর পরবর্তী টার্গেট যে পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না।’

খাজা আসিফ বলেন, অতীতের শাসকেরা দেশের সার্বভৌমত্বের বিনিময়ে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার প্রতিরক্ষার জন্য ‘ভুয়া জিহাদ’ করেছে।

এগুলো পাকিস্তানের জন্য বড় ভুল ছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি পরিষ্কার করে বলেন, ‘পাকিস্তান তখন রাশিয়ার বিরুদ্ধে ‘মেইড-ইন আমেরিকা’ জিহাদ করেছে; আমরা ফের একই ভুল করেছি নাইন-ইলেভেনর পর।’

রাশিয়ার বিরুদ্ধে জিহাদ বলতে তিনি আফগানিস্তানে তালেবানদের উত্থানের আগে কমিউনিস্টবিরোধী জিহাদের কথা বলছেন।

সূত্র: পাকিস্তান ডিফেন্স (ডিফেন্সডটপিকে), উর্দু পয়েন্ট

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ!

পাইলট আবিদ জীবিত উদ্ধার, সহকারী পাইলট প্রিথিলা নিহত

নির্বাচনের আগেই ঢাকা আসছেন মোদি

নেপালে ইউ এস বাংলার বিমান বিধ্বস্ত, নিহত ৫০ ( সরাসরি )

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন

আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার