এবার মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি দিল জাতিসংঘ
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২০, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি বলেছেন, মিয়ানমারে সামরিক অভিযান বন্ধ করতে হবে ও রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারে এই ধরনের নাটকীয় সাম্প্রদায়িক দুশ্চিন্তা বৃদ্ধিতে খুবই হতাশ। মিয়ানমারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে।
তিনি রোহিঙ্গাদের দু:খ-দুর্দশার সমাধানে জোর দিতে মিয়ানমারের প্রতি আহবান জানান। তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চির গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর নজর রেখেছিলেন বলেও জানান।