g ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদফতরের দুই ভুয়া কর্মকর্তা আটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৯ই নভেম্বর, ২০১৭ ইং ২৫শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদফতরের দুই ভুয়া কর্মকর্তা আটক

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের নাম করে রাইস মিল থেকে চাঁদা নেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মৃত আবদুল বারেকের ছোলে আবদুর রশিদ (৬৯) ও একই উপজেলার আবদুল মান্নানের ছেলে ফকির মিরাজ আলী (৪৮)।

রাইস মিল মালিকরা জানান, দুপুরে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে রশিদ ও মিরাজ উপজেলার খড়িয়ালা এলাকার মেসার্স শাহ্ আলম ব্রাদার্স ও সোনারামপুরে মেসার্স শাহ্জালাল অটো রাইস মিল পরিদর্শনে যান। পরে তারা পরিবেশ দূষণ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন তৈরির কথা বলে শাহ্ আলম ব্রাদার্স ও শাহ্জালাল অটো রাইস মিল থেকে টাকা নেন। এ সময় মিল মালিকদের সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়া হয়।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, আমরা যাচাই-বাছাই করছি।তাদের কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর