বিরল লজ্জার সামনে শ্রীলঙ্কা
---
ক্রীড়া ডেস্ক : প্রথম দুই টেস্টে চার দিনেই হার। এর মধ্যে একটি হার আবার ইনিংস ব্যবধানে। শ্রীলঙ্কা এখন ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার সামনে। পাল্লেকেলেতে শনিবার শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচটা ভারতের কাছে হেরে গেলে শ্রীলঙ্কার জন্য এটা হবে বিরল এক লজ্জা।
শ্রীলঙ্কা তাদের ৩৫ বছরের টেস্ট ইতিহাসে ঘরের মাটিতে মাত্র একবারই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ২০০৪ সালে শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের প্রথম সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে। অর্থাৎ ভারতের কাছে পাল্লেকেলেতে হেরে গেলে এটি হবে ঘরের মাটিতে শ্রীলঙ্কার জন্য মাত্র দ্বিতীয় ৩-০-র হোয়াইটওয়াশের লজ্জা।
প্রাক্তন ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। এরপর প্রধান কোচের দায়িত্ব ছাড়েন গ্রাহাম ফোর্ড। সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারটা। র্যাঙ্কিংয়ে সবার নিচের দল দল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা জিততে ঘাম ছুটে যায় লঙ্কানদের।
এবার তারা ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জার সামনে। নিউমোনিয়ার কারণে প্রথম টেস্ট খেলতে না পারা অধিনায়ক দিনেশ চান্দিমাল মনে করছেন, অন্তত শেষ ম্যাচটা জিততে পারলে খেলোয়াড়দের মুখে হাসি ফিরবে, ‘ভারতের মতো দলের বিপক্ষে যদি আমরা অন্তত একটি ম্যাচও জিততে পারি, তাহলে আমরা দলের মানসিক অবস্থার উন্নতি করতে সক্ষম হব। আমাদের ইতিবাচক হতে হবে এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’
ভারত অবশ্য ৩-০-র চিন্তা করছে না। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা বলেছেন, ‘আমরা ৩-০ নিয়ে ভাবছি না। আমাদের প্রক্রিয়া ম্যাচ বাই ম্যাচ। আমরা ২-০ ব্যবধানে এগিয়ে আছি। শেষ দুই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পারফরম্যান্সটা পরের ম্যাচে টেনে নেওয়াটাই আমাদের লক্ষ্য। আমরা ধারাবাহিক হওয়ার চেষ্টা করব। আর যদি এটা করতে পারি তাহলে আমরা জিতব।’
তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।