g ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৩, ২০১৭

---

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি,স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই, এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ আগষ্ট পর্যন্ত তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলায় ২১ টি স্টল বিভিন্ন রকমের ফুল,ফল ও বৃক্ষের চারা নিয়ে বসেছে । জাঁকজমকপূর্ণ এই মেলার উদ্বোধন করেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহম্মেদ,ডাঃ সায়েমুল হুদা,মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার,জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা নুরুনাহার বেগম সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু তাহের। অতিথিগন স্কুল মাঠে একটি অজুর্ন গাছের চারা রুপন করে মেলার স্টল পরিদর্শন করেন। এর পর মেলাটি সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে, মেলায় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ মেলায় আসতে শুরু করেন।

এ জাতীয় আরও খবর